আনোয়ারপুর সেতুর নিচ দিয়ে চলবে না নৌযান

তাহিরপুরের আনোয়ারপুর সেতুর নিচ দিয়ে বড় নৌযান (বাল্কহেড) চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। রোববার (৪ জুলাই) বিকেলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আমরা আপাতত সেতুর নিচ নিয়ে বাল্কহেড চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি।
কারণ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বড় নৌযানগুলো সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেতুর নিচ দিয়ে বড় নৌযান সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানান ইউএনও।
সাইদুর রহমান আসাদ/এনএ