সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের চিকিৎসক-নার্সসহ ৩০ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২০ শয্যায় রোগী ভর্তি রয়েছেন ১১৬ জন। তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতালটির চিকিৎসক-নার্সসহ ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (০৪ জুলাই) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ২৫ জন নার্স, দুজন চিকিৎসক, দুজন অ্যাম্বুলেন্স চালক এবং একজন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে গত বছর করোনা বেড়ে যাওয়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনা ‘ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।
বর্তমানে হাসপাতালটিতে রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে শিশু ওয়ার্ডটিও খালি করে সেখানে করোনা রোগী ভর্তি শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই আক্রান্তের সংখ্যা শতাধিক।
সর্বশেষ পাওয়া খবরে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬১ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকিরা আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়ে এ জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ৯১ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।।
এসকে রাসেল/এসপি