রাজশাহীজুড়ে করোনায় রেকর্ড ২৪ জনের মৃত্যু

রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন প্রাণ হারিয়েছেন। করোনাভাইরাসে শনাক্তের পর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে ৩০ জুন বিভাগের আট জেলায় ২২ জনের মৃত্যু হয় করোনায়।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতর দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এর আগে বিভাগজুড়ে গত ১ জুলাই ১৭ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৯ জন, ৪ জুলাই ৮ জন এবং ৫ জুলাই ১২ জনের মৃত্যু হয়েছে মহামারিতে। এদিকে, এক দিনে বগুড়ায় সবচেয়ে বেশি ৮ জনের প্রাণ নিয়েছে করোনা।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, রাজশাহীতে ৪ জন, জয়পুরহাটে তিনজন, নাটোরে দুজন এবং নওগাঁ ও পাবনায় একজন করে প্রাণ হারিয়েছেন। কেবল সিরাজগঞ্জে এই একদিনে মৃত্যুর খবর মেলেনি। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৩ জনে।
২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে এক হাজার ২২৫ জনের। এর মধ্যে ৩৪২ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া বগুড়ায় ২৩৮, পাবনার ১৮৬, নওগাঁর ১৮১, নাটোরের ৯৭, সিরাজগঞ্জের ৭৬, জয়পুরহাটের ৭৫, এবং চাঁপাইনবাবগঞ্জে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় শনাক্ত হয়েছে ৬১ হাজার ৬৫০ জনের। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯৭৩ জন।
এ পর্যন্ত সর্বোচ্চ ৪৩৫ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এছাড়া রাজশাহীতে ১৭৮, চাঁপাইনবাবগঞ্জে ১১৯, নওগাঁয় ৯০, নাটোরে ৬৪, জয়পুরহাটে ৩২, সিরাজগঞ্জে ৩০ এবং পাবনায় ২৪ জন প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত বিভাগজুড়ে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৪৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৭ জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৭ হাজার ৩৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ২৪৭ জন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর