দিনাজপুরে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১১

গেল ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৬ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। ফলে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৪৮ জন।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে নতুন আরও ১০৮ জনসহ এ পর্যন্ত ৬৭৪২ জন সুস্থ হয়েছেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। এ কারণে সরকার কঠোর বিধিনিষেধ ঘোষণা করছে। চলমান বিধিনিষেধ সপ্তম দিন আজ। এই বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এদিকে মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।
এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন, যা দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
সোহেল রানা/এসএসএইচ