রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৯ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব চৌধুরী (৩৬) ও থ্রি- হুইলার চালক একই ইউনিয়নের নশিপুর পশ্চিমপাড়া গ্রামের মোখলেসুর রহমান ওরফে মুকুলের ছেলে সেলিম হোসেন (৩৫)।
মাধব চৌধুরী পেশায় দই বিক্রেতা ছিলেন। বিক্রির উদ্দেশে দই নিয়ে তিনি নিজ বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাধবের মরদেহ উদ্ধার করে হয়। সেলিম হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রেমতলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাক ও দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতদের অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
ফেরদৌস সিদ্দিকী/এমএইচএস