পাবনায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৮

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছেন।
এ সময়ে রেকর্ড ৩৪৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই ২২৫ জন। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন আমিনপুন থানার চরগোবিন্দপুর এলাকার রমজান আলীর ছেলে জামাল আহমেদ (৮০), তালিমনগর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন আহমেদ (৬৫), সদরের রাঘবপুর অঞ্চলের শাহিদা আক্তার (৫২)। এছাড়াও রাজশাহী মেডিকেলে কলেজে করোনায় মৃত ব্যক্তি হামিদুল ইসলামের (৬৫) বাড়ি পাবনার সুজানগর গ্রামে।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ১৪৯৮ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ এসেছে ৩৪৮ জনের।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৪৩ জন। মারা গেছেন মোট ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩০০ জন।
রাকিব হাসনাত/এমএসআর