গাজীপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এক অটোরিকশা গ্যারেজের মালিক গিয়াস উদ্দিনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে কেওয়া নতুন বাজার-সংলগ্ন মাওনা-শ্রীপুর সড়কের পাশে তার গ্যারেজের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গিয়াস উদ্দিন শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে।
শ্রীপুর থানা পুলিশ, পুলিশের ক্রাইম সিন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ব্যক্তির বড় ভাই সিরাজুল ইসলাম জানান, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নিজের গ্যারেজে অটোরিকশা তৈরি এবং ব্যাটারি ও বৈদ্যুতিক চার্জের কাজ করতেন। রাতে তিনি একাই ওই গ্যারেজে ঘুমাতেন। শনিবার সকালে গিয়াসের ভাতিজা (সিরাজুল ইসলামের ছেলে) সুমনসহ অপর চালক চার্জ দেওয়া অটোরিকশা নিতে যান। এ সময় গ্যারেজের গেট খোলা দেখে ভেতরে গিয়ে গিয়াস উদ্দিনের পা বের করা এবং শরীরের ওপরে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় পেয়ে ডাকাডাকি করেন। পরে সাড়াশব্দ না পেয়ে তারা বাড়ির সদস্যদের খবর দেন। বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় গিয়াসক পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে নিহত গিয়াস উদ্দিনের ছেলে জাফর আলী জানান, তার বাবা অটোরিকশার নিরাপত্তার জন্য রাতে গ্যারেজে ঘুমাতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে গ্যারেজে গিয়ে ঘুমান। সকালে অটোরিকশার চালকরা গ্যারেজে এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের খবর দেন। পরে তারা এসে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশের ক্রাইন সিন ইউনিটের পরিদর্শক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ফুল হাতা শার্ট উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করা হয়েছে।
এনএ