কৃষকের ৩০০ আম গাছ কেটে নিয়ে গেল বিট কর্মকর্তা!

দাবি করা এক লাখ টাকা দিতে না পারায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার কৃষক নবী হোসেনের ৩ শতাধিক আম গাছ কেটে নিয়ে গেছে বন-বিভাগের কর্মকর্তারা। শনিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
কৃষক নবী হোসেন বলেন, দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে আম বাগান গড়ে তুলি। এ বাগানকে ঘিরে প্রতিনিয়ত টাকা দাবি করত বন-বিভাগের কর্মকর্তারা। প্রতিবার টাকা দিলেও লকডাউনের কারণে এবার দাবিকৃত টাকা দিতে পারিনি। এজন্য বিট কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা আমার ৩ শতাধিক আম গাছ কেটে নিয়ে গেছে।
তিনি বলেন, চার বছর আগে দুই একর জমিতে আম বাগান গড়ে তুলি। এ বাগানের আয়ে আমার সংসার চলে। গেল চার বছর ধরে বন-বিভাগের চাহিদা মতো টাকা দিলেও এবার লকডাউনের কারণে দিতে পারিনি। আর এবার এক লাখ টাকা দাবি করেছে বিট কর্মকর্তা ফেরদৌস। এ নিয়ে গেল কয়েকদিন অনেক তর্কাতর্কির পর আজ বেলা ১১টার দিকে আমার বাগানের সব গাছ কেটে নিয়ে গেছে। লকডাউনের মধ্যে গাছের সব আম বিক্রি করতেও পারিনি। এর মধ্যে সব কেটে শেষ করে দিল তারা।
কৃষক নবী হোসেনের ছেলে ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি চার হাজার টাকা দিতে চেয়েছি। কিন্তু ওরা এক লাখ টাকা দাবি করেছে। আমার বাবা এত টাকা কয় পাবে। উল্টো এখন আবার সেই জমিতে সামাজিক বনায়নের নাটক করছে বিট কর্মকর্তা ফেরদৌস।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শুনেছি নবী হোসেনের কাছে টাকা চেয়েছিল। কিন্তু সবাই তো টাকা দিয়ে বাগান করছে। দেখি আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।
টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নবী হোসেন দরিদ্র কৃষক। যারা টাকা দিতে পেরেছে তাদের গাছ কাটেনি বন বিভাগ। কৃষক নবী হোসেন টাকা দিতে পারেনি বলে তার গাছগুলো কেটে ফেলা হলো। এভাবে কতদিন বন-বিভাগকে টাকা দিয়ে চলবে, লকডাউনের কারণে প্রান্তিক অঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে কক্সবাজার দক্ষিণ বন-বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট কর্মকর্তা ফেরদৌস তুহিন ঢাকা পোস্টকে বলেন, বাগানের গাছ কেটে ফেলা হয়েছে। সেখানে সামাজিক বনায়ন করা হবে।
দাবিকৃত এক লাখ টাকা না দেয়ায় শুধু কৃষক নবী হোসেনের বাগানের গাছ কেন কাটা হলো এমন প্রশ্নের জবাবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেন বিট কর্মকর্তা।
বিভিন্ন সময় এ ধরনের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে কক্সবাজার দক্ষিণ বন-বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির ঢাকা পোস্টকে বলেন, টাকা নেয়ার বিষয়টি তদন্ত করব। যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
মুহিববুল্লাহ মুহিব/এমএএস