ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে জহির মিয়া (২০) ও অনিক (২৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
জহির কসবা উপজেলার কাইমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও অনিক বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে। এ ঘটনায় জাকির হোসেন নামে একজনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নয়নুর চৌমুহনী এলাকার একটি বাড়িতে নতুন সেপটিক ট্যাংক থেকে বাঁশ তুলতে নামেন জহির। অনেকক্ষণ ধরে তিনি ওঠে না আসায় প্রথমে অনিক এবং পরে জাকির নামের সেখানে। কিন্তু তিনজনের কেউই ওঠে আসেনি।
পরে বাড়ির লোকজন দেখতে পান তিনজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঁইয়া জানান, সেপটিক ট্যাংকে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটতে পারে। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএসআর