লকডাউনের মধ্যেই বসল চেয়ারম্যানের কোরবানির হাট

লকডাউনের মধ্যেই চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে সড়কের পাশে শুরু হয়েছে কোরবানির গরুর হাট। এ হাটের ইজারাদার একই ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
শুক্রবার (৯ জুলাই) থেকে হাটে বেচাকেনা শুরু হয়েছে। শনিবার সরেজমিনে দেখা গেছে, দাসাদী মাদরাসার জায়গায় ও সড়কের পাশে খুঁটি গেড়ে গরু বেচাকেনা চলছে।
এ বিষয়ে কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী বলেন, স্বাস্থ্যবিধি মেনে এ হাটে গরু বেচাকেনা চলবে। অন্যান্য হাটের চেয়ে এ হাটে হাসিল অনেক কম থাকবে।
লকডাউনের মধ্যেই গরুর হাট বসানো প্রসঙ্গে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ বলেন, গরুর হাট বসবে কি বসবে না- সে সংক্রান্ত সরকারি নির্দেশনা এখনও পাইনি। নরমাল যে প্রসিডিউরে গরুর হাট-বাজার ইজারা দেওয়া হয়, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যদি সরকারি কোনো নির্দেশনা আসে যে, গরুর হাট বসবে না, তবে সরকারি নিষেধাজ্ঞা মোতাবেক গরুর হাট বসবে না।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ঢাকা পোস্টকে বলেন, গরুর হাট বসানোর বিষয়টি আমি জেনেছি। নিষেধাজ্ঞা না মেনে হাট বসানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/আরএইচ