ফরিদপুরে কমেছে শনাক্ত-মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ও মৃত্যু কমেছে। এ সময় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
ফরিদপুরে করোনা শনাক্তের ক্ষেত্রে চলতি জুলাই মাসের মধ্যে আজ (১১জুলাই) ছিল দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন ছিল ৩ জুলাই ৩৯ দশমিক ৩৬ শতাংশ। শনাক্তের হার ৯ জুলাই ছিল সর্বোচ্চ ৫২ দশমিক ২২ শতাংশ।
এদিকে ১ জুলাই ৪৫ দশমিক ৩১ শতাংশ, ২ জুলাই ৪৮ দশমিক ৯৩ শতাংশ, ৫ জুলাই ৪৭ দশমিক ০৫ শতাংশ, ৬ জুলাই ৪৩ দশমিক ৮১ শতাংশ, ৭ জুলাই ৪৬ দশমিক ০৪ শতাংশ, ৮ জুলাই ৪৫ দশমিক ৮১ শতাংশ এবং ১০ জুলাই ৪৭ দশমিক ১৯ শতাংশ ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ১০ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন মৃত্যু। গত ১ জুলাই হাসপাতালে করোনায় দুজন মারা যান। ছয়জন মারা গেছেন গত ৩ জুলাই। তার মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন।
চলতি মাসের গত ১১ দিনে এ হাসপাতালে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৮ ও ৯ জুলাই। ওই দুদিন ১৪ জন করে মারা গেছেন। ১২ জন করে মারা গেছেন গত ৫, ৬ ও ১০ জুলাই। ৯ জন করে মারা গেছে ২ ও ৭ জুলাই।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা শনাক্ত হয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তারা গোপালগঞ্জ এবং মাদারীপুর সদরের বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তুলাগ্রাম এলাকার মমতাজ বেগম (৬০), সদরের আলীয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামের আব্দুল সামাদ (৮৬) ও নগরকান্দা উপজেলার কাচিয়া বড়গ্রামের মো. জাফর (৫০) মারা গেছেন। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আলফাডাঙ্গায় চারজন, ভাঙ্গায় ৩৩ জন, বোয়ালমারীতে আটজন, মধুখালীতে ১৩ জন, সদরপুরে ১৪ জন, সালথায় দুজন এবং ফরিদপুর সদরে ৭১ জন রয়েছেন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, রোববার পর্যন্ত এ হাসপাতালে ৩৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৭৭ জন এবং উপসর্গ নিয়ে ১১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এসপি