স্কুলের বারান্দায় পড়েছিল নৈশপ্রহরীর মরদেহ

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের আদমপুর পন্ডিত এন্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পড়েছিল হরেন্দ্র পন্ডিত (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ।
রোববার সন্ধ্যার দিকে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নৈশপ্রহরীর মরদেহটি উদ্ধার করে।
হরেন্দ্র পন্ডিত কেন্দুয়া বাজারের নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন। তিনি পৌরশহরের আদমপুর গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র পন্ডিতের ছেলে।
রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, মরদেহে কোনোরকম আঘাতের চিহ্ন নেই। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরেন্দ্র পন্ডিত গত দুই দিন ধরে রাগ করে বাড়িতে যাননি এবং রাতে বাজারে পাহারা দেওয়ার কাজেও যাননি। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তাকে পাচ্ছিলেন না। পরে রোববার সন্ধ্যার দিকে ওই স্কুলের বারান্দায় স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
মো. জিয়াউর রহমান/এনএফ