ফরিদপুরে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪১ নমুনা পরীক্ষা করে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৪ শতাংশ। এদিকে এ সময়ে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে করোনায় ৭ ও উপসর্গে সাতজন মারা গেছেন। মৃত্যু হওয়া অপর দুইজন ছিলেন নেগেটিভ। এ নিয়ে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭৬ জনে।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ফরিদপুর নতুন ১৯২ জনসহ মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে যে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে, আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ৯, নগরকান্দায় ৫, মধুথালীতে ২২, সদরপুরে ৩০, বোয়ালমারীতে ৫, চরভদ্রাসনে ৩, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ১১৪ জন রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, এক দিনে হাসপাতালে ১৬ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি শনাক্ত ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ৪৪ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত রোগী রয়েছেন ৩৯০ জন।
জহির হোসেন/এমএসআর