কুমিল্লায় করোনায় আরও ৮ জনের মৃত্যু; আক্রান্ত রেকর্ড ৫৪৩ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সর্বোচ্চ রেকর্ড আরও ৫৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৭ শতাংশ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৫৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২০৩ জন, আদর্শ সদর উপজেলার ২৫ জন, সদর দক্ষিণে ১২ জন, বুড়িচংয়ের ১৮ জন, ব্রাহ্মণপাড়ার ২০ জন, চান্দিনায় ২২ জন, চৌদ্দগ্রামের ৫৪ জন, দেবিদ্বারের ২৩ জন, দাউদকান্দির ২৭ জন, লাকসামের ২৯ জন, লালমাইয়ে ১৪ জন, নাঙ্গলকোটে ১৪ জন বরুড়ায় ২৭ জন, মনোহরগঞ্জ ৩ জন, মুরাদনগরের ২০ জন, তিতাসের ৭ জন ও হোমনা ২৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণে ২ জন, বরুড়া ২ জন, সিটি করপোরেশন, বুড়িচং, দেবিদ্বার, দাউদকান্দিতে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের বয়স ৪০ থেকে ৭৫ বছরের মধ্যে।
এ নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩০ জন। সুস্থ হয়েছে ১২ হাজার ৫৮৭ জন।
এদিকে সকালে কুমিল্লা জেলা সদর হাসপাতালে দ্বিতীয় ধাপে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন মীর মোবারক হোসেন।
এনএ