দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়ে অঙ্গার চালক

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে বাসচালক আবুল মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) ভোররাতে উপজেলার দুর্জয় মোড়ে এ ঘটনা ঘটে। ওই সময় বাসটিতে কোনো যাত্রী না থাকলেও চালক দরজা লাগিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ে বিসমিল্লাহ পরিবহনের বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব থানা ও ভৈরব হাইওয়ে পুলিশ বাসস্ট্যান্ডে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাসের ভেতরে কোনো যাত্রী না থাকলেও দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকা চালক আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ভেতরে ওই সময় কোনো যাত্রী ছিল না। বাসচালক দজরা লাগিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন। হয়তো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরএআর