টাঙ্গাইলে করোনায় ৬ ও উপসর্গে ৪ মৃত্যু

টাঙ্গাইলে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। আর নতুন করে ৫৯২ জনের নমুনা পরীক্ষা করলে পজিটিভ শনাক্ত হয় ২০৫ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৩ শতাংশ।
এদিকে জেলায় গণহারে সিনোফার্মের ভ্যাকসিনের টিকা দেওয়া শুরু হয়েছে। নতুন এই টিকা গ্রহণের পর এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় জেলায় ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২০৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯১১ জন।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, চীনের তৈরি সিনোফার্ম কোম্পানির ভ্যাকসিন গত ১৯ জুন থেকে চিকিৎসক-নার্সসহ অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া শুরু হয়েছিল। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১২ জুলাই থেকে টাঙ্গাইলে ১২টি উপজেলায় একযোগে গণহারে এই টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
তিনি আরও বলেন, জেলায় প্রতিদিনই করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গ মারা গেছেন।
অভিজিৎ ঘোষ/এনএ