কুমিল্লায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এসব নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৭৬ জন, আদর্শ সদরের ৩১ জন, সদর দক্ষিণের ৬ জন, বুড়িচংয়ের ২৭ জন, ব্রাহ্মণপাড়ার ১৪ জন, চান্দিনার ৩৫ জন, চৌদ্দগ্রামের ১৮ জন, দেবিদ্বারের ২৭ জন, দাউদকান্দির ১ জন, লাকসামের ২২ জন, লালমাইয়ের ৮ জন, নাঙ্গলকোটের ৩৩ জন, বরুড়ার ৯ জন, মনোহরগঞ্জের ৩ জন, মুরাদনগরের ৯ জন, মেঘনার ৮ জন, তিতাসের ৬ জন ও হোমনা উপজেলার ১০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা নগরীর ৫ জন, আদর্শ সদরের ৩ জন, মুরাদনগরের ৩ জন, লাকসামের ২ জন এবং দাউদকান্দি, চান্দিনা ও বুড়িচংয়ের একজন করে মারা গেছেন ।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ১৮ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৬২ জন।
আরএআর