পটুয়াখালী থেকে লঞ্চ বাস চলাচল শুরু

২৩ দিন বন্ধ থাকার পরে পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় একতলা লঞ্চ চলাচল শুরু হয়েছে। একই সময় থেকে পটুয়াখালী থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।
পটুয়াখালী ঘাট থেকে রাঙ্গাবালীর উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বরকত লঞ্চের মাস্টার তোফায়েল বলেন, আজ ২৩ দিন পরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চে যাত্রী অনেক কম। এতে তেলের টাকাও উঠবে না। তবে আস্তে আস্তে যাত্রী বাড়বে। তবে ঈদের পরও স্বাস্থ্য বিধি মেনে লঞ্চগুলো চলাচল করার অনুমতির দাবি করেন এই শ্রমিক।
বাসচালক মো. রফিক মিয়া বলেন, দীর্ঘদিন পর্যন্ত বসা থাকার পরে আজ আবারও চলাচল শুরু করেছি। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে বাসে তোলা হচ্ছে। তবে সড়কের চাঁদা নেওয়া তো থামছে না।
পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রী সমির বলেন, গাড়ির ভাড়া বেশি নিয়েছে। এখন পর্যন্ত পাশের ছিট ফাঁকা রয়েছে। তবে বাস ছাড়ার পর বোঝা যাবে সামনের স্ট্যান্ডে তারা আবার যাত্রী তুললে তো সব শেষ।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান বলেন, আজ ভোর থেকে লঞ্চঘাট থেকে একতলা লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকেলে যাত্রীবাহী ডাবল ডেকার ৪টি লঞ্চ যাত্রীদের ওপর নির্ভর করে একে একে ঢাকার উদ্দেশে ঘাট ত্যাগ করবে।
লঞ্চঘাটে এবং লঞ্চগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সে জন্য প্রয়োজনয় নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্য করলে লঞ্চ মালিক এবং শ্রমিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ