বাড়ি ফেরার পথে প্রাণ গেল বিজিবি সদস্যের

রংপুরের কাউনিয়াতে সড়ক দুর্ঘটনায় আবু হানিফ (৩৮) নামে বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে রংপুর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু হানিফ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক গ্রামের রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম সড়কের মীরবাগ এলাকার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবু হানিফ ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আবু হানিফ আহত হলে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর