পটুয়াখালীতে ৮১টি উন্মুক্ত স্থানে গরুর হাট, মসজিদে ঈদ জামাত

পটুয়াখালীতে পবিত্র ঈদুল আজহায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণসহ কোরবানি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ এতে অংশ নেন। এ সময় জেলায় কর্মরত সংশ্লিষ্ট দফতরের প্রধানরা, চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম ও জেলা ইমাম পরিষদের সভাপতি আবু সাঈদ বলেন, বৃষ্টির কারণে এবারও পবিত্র ঈদুল আজহার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। জেলার কোনো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। এবার জেলায় ১ হাজার ৮৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীতে মোট ৮১টি গরুর হাট বসবে। এর মধ্যে ৬৪টি স্থায়ী হাট এবং ৪২টি বড় হাট বসবে। এসব হাটে পুলিশের পক্ষ থেকে জাল নোট শনাক্ত করা মেশিন সরবরাহ করা হবে। এছাড়া কোনো ক্রেতা বিক্রেতা নগদ টাকা পরিবহনকালে পুলিশের সাহায্য চাইলে, জেলা পুলিশ তা নিশ্চিত করবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএইচএস