পাবনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩০ জন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর থেকে শুক্রবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১ জন। এছাড়াও সদরে ২ জন, ফরিদপুরে ১ জন মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন আতাইকুলা অঞ্চলের তফিক উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৫৬), বাংলাবাজার আফসারের স্ত্রী সবুরনন্নেছা ( ৬০), নাটোর জেলার রাজাপুরের সানোয়ার হোসেন (৬৮), ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাপ হোসেন গোলাপের মেয়ে শিমুল (৩৮), শামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যাপক মীর মনেয়ারা হোসেনের মা।
এছাড়া পাবনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনূর রহমান কনার বড় বোন শেফালি আক্তারও (৪৫) মারা গেছেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ২৩০ জন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৩০ জন। প্রায় ৩৫০০ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, করোনা প্রভাব দিনদিন বৃদ্ধি পেলেও লোকজনের মধ্যে তেমন সচেতনতা নেই বললেই চলে।
রাকিব হাসনাত /এমএসআর