সিরাজগঞ্জে মধ্যরাতে ১৫ কিলোমিটার যানজট

উত্তরবঙ্গের দ্বারপ্রান্ত সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট ও ধীরগতি রয়েছে। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানজটও বাড়ছে বলে সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় তিনি বলেন, মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে কিছুক্ষণ আগেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তেমন যানজট ছিল না। এখন রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের সৃষ্টি হচ্ছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারী ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় উত্তরবঙ্গগামী সড়কে এই মুহূর্তে তেমন যানজট না থাকলেও গাড়ির অত্যধিক চাপে থেমে থেমে চলছে যানবাহন। অন্যদিকে ঢাকামুখী সড়কে যানজট রয়েছে। যেহেতু টোল প্লাজায় টোল দিতে সময় লাগে তাই এখানে যানজট থাকাটা স্বাভাবিক বলেও জানান এই কর্মকর্তা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোঁজ নিয়ে জানা গেছে, হাটিকুমরুল গোলচত্বর হয়ে বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকায় যানজট না থাকলেও যান চলাচলে মাঝে মাঝে ধীরগতি হচ্ছে। এদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম হতে কড্ডা হয়ে মফিজ মোড় (৬ নং ব্রিজ) ও বাগবাড়ি থেকে নলকা হয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল গণি ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।
মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ঢাকা পোস্টকে জানান, এখন যানজট থাকলেও মাঝে মাঝে কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে যানজট যেন না লাগে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।
শুভ কুমার ঘোষ/এইচকে