জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট সদরের বনখুর এলাকায় ট্রাকের ধাক্কায় নবীবর রহমান লাকু (৪২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ সড়ক দুর্ঘটনায় আরও একজন আহত হন।
নিহত নবীবর নওগাঁ সদরের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোটরসাইকেলযোগে দুই আরোহী পাঁচবিবি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নবীবর ঘটনাস্থলেই মারা যান।
ওসি একেএম আলমগীর জাহান আরও বলেন, অপর আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক থাকলেও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।
চম্পক কুমার/এমএসআর