ফেসবুকে বন্ধুত্ব, দেখা করতে এসে শ্লীলতাহানির চেষ্টা

চিকিৎসক ও হোটেল মালিক পরিচয়ে মানিকগঞ্জে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আতাউর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এ তথ্য জানিয়েছেন।
আটক আতাউর রহমানের বাড়ি কক্সবাজারের মহেষখালী উপজেলার জামালপাড়া গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, গতকাল রোববার (১৮ জুলাই) সকালে মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় ওই কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় রাতেই আতাউরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযুক্ত যুবক তার ফেসবুক প্রোফাইলে নিজেকে চিকিৎসক এবং একটি হোটেলের মালিক উল্লেখ করে দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক, টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন।
ভাস্কর সাহা বলেন, মানিকগঞ্জে স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় আতাউরের। বন্ধুত্বের সুবাদে তিনি কয়েকবার মানিকগঞ্জে ওই ছাত্রীর সঙ্গে দেখাও করেন। একপর্যায়ে তার কাছ থেকে স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট হাতিয়ে নেন আতাউর। রোববার সকালে তিনি ওই কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে এসে শ্লীলতাহানির চেষ্টা করেন।
তার কু-মতলব বুঝতে পেরে ওই ছাত্রী চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা আতাউরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণ করে। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোহেল হোসেন/আরএআর