পাবনায় করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর থেকে বুধবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এর মধ্যে সদরের তিনজন, ঈশ্বরদীর দুইজন, আটঘরিয়া ও আমিনপুরের একজন করে মারা গেছেন।
পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, মারা যাওয়া ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা শেষ সময়ে হাসপাতালে এসেছিলেন। শেষ সময়ে হাসপাতালে আসলে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না। ঈদের দিনও চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।
রাকিব হাসনাত/আরএআর