পাবনায় আরও ৮ জনের মৃত্যু

পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। বুধবার (২১ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ৪ জন। এছাড়াও সাঁথিয়া ২ জন, বেড়ায় ১ জন মারা গেছেন।
উপসর্গে মৃতরা হলেন সুজানগরের আব্দুস সালামের স্ত্রী মরিয়ম খাতুন ( ৬৩), বেড়া পেচাকোলা অঞ্চলের রুহুল কুদ্দুস মনি ( ৬০), সাঁথিয়ার ক্ষেতুপাড়ার মিয়াপুরের মোকছেদ আলী শেখ (৭০) ও আতাইকুলার সড়াডাঙ্গি গ্রামের গুলজার হোসেন (৬৮)।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যাওয়া ২ জন ও উপসর্গে মারা যাওয়া ২ জনের জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় ৩৩৬ নমুনায় ৬৪ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৯ দশমিক ০৫ শতাংশ। সুস্থতার হার ৪২ দশমিক ৪৮ শতাংশ।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, ঈদের দিনগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরনের যেন কোনো সংকট না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাকিব হাসনাত/এমএসআর