আনন্দভ্রমণে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করার সময় পানিতে ডুবে রাজিব হোসেন (২৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে নিকলীর কুর্শা মোড় হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। রাজিব পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিমবাগ গ্রামের কাজল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৬ বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী নরসিংদীর শিবপুর থেকে নিকলী হাওরে ঈদ আনন্দভ্রমণে আসেন। বন্ধুদের নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ঘোরার সময় বিকেল সাড়ে ৩টার দিকে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে যান তিনি।
পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসকে রাসেল/এমএসআর