‘দেশ স্বাধীনের ৯ মাসেই সংবিধান প্রণয়নের ইতিহাস বিরল’

অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, ‘এ রকম জাতির পিতা খুব কম আছেন, যারা বঙ্গবন্ধুর মতন করে নিজ জাতিকে কিছু উপহার দিতে পেরেছেন। জাতির পিতারা তার জাতির জন্য বেশি কিছু রেখে যেতে পারেনি। কিন্তু এক্ষেত্রে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার চেয়ে ব্যতিক্রম। দেশ স্বাধীনের পর তিনি গণতান্ত্রিক সংবিধান উপহার দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার ৯ মাসের মধ্যে একটি আধুনিক সংবিধান প্রণয়নের ইতিহাস বিরল।
(১২ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক সপ্তম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঠিক জানাতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ খুবই জরুরি। ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে স্বাধীনতাবিরোধীরা তা বিকৃত করবেই। সঠিক ইতিহাস তুলে ধরার জন্য স্কুল এবং কলেজ পর্যায়ের পাঠ্যপুস্তকে বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন যশোর -৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। প্রশিক্ষণ কোর্সে শিক্ষা বোর্ডের বিভিন্ন স্কুল-কলেজের ১১০ অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সাধারণ শিক্ষকরা প্রশিক্ষণ নিচ্ছেন।
এমএসআর