বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেনা সদস্য নিহত

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লতিফপুর র্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য আমজাদ হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তার বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লতিফপুর র্যাব-১২ কার্যালয়ের সামনে অজ্ঞাত একটি মোটরসাইকেল সেনা সদস্য আমজাদ হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নিহত সেনা সদস্যর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাখাওয়াত হোসেন জনি/এসএসএইচ