লকডাউনে কারখানা খোলা রাখায় জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধি-নিষেধের মধ্যেও কারখানা খোলা রাখায় গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানাকে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
তিনি বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে এওয়ান পলিমার লিমিটেড নামে একটি কারখানা তাদের পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে কারখানায় গিয়ে তার সত্যতা পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে কারখানা বন্ধ করে শ্রমিকদের বাড়ি চলে যেতে বলা হয়।
এ সময় এ ওয়ান পলিমার লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জরিমানার ৭০ হাজার টাকা পরিশোধ করেন।
শিহাব খান/এসপি