ভাতিজার বিরুদ্ধে ফুফুকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরে তুচ্ছ ঘটনায় বেনু বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত বেনু বেগম বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী। বেনুর ভাতিজা সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পরিবারের।
বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক অভিযোগ করেন, তার বোনের পরিবারে সব সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ লেগে থাকতো। সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে টিসু পেপার ফেলা নিয়ে বেনুর সঙ্গে ভাতিজা সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়। আবেদা ও সেলিম একপর্যায়ে বেনুর চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকের ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মস্তিস্কে রক্তক্ষরণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএআর