কুমিল্লায় এক দিনে আরও ছয়জনের মৃত্যু

কুমিল্লায় বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭ শতাংশে। নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ৪৯৯ নমুনা পরীক্ষা করে কুমিল্লায় ২৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৬১ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৬, বুড়িচংয়ের ৩৪ জন রয়েছেন।
এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ৯, দেবিদ্বারের ১৯, দাউদকান্দির ২, লাকসামের ৩, লালমাইয়ের ৫, নাঙ্গলকোটের ২, বরুড়ার ১৯, মনোহরগঞ্জের ৪, মুরাদনগরের ৩, তিতাসের ২৬ ও হোমনা উপজেলার ৫৫ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নগরীর। এছাড়া চান্দিনা, লালমাই, মুরাদনগর ও মনোহরগঞ্জে একজন করে মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২৩ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৬৪৭ জন।
উল্লেখ্য, সরকারঘোষিত বিধিনিষেধের ২য় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। কুমিল্লায় লকডাউনের প্রথম দিনে ৩৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১৯ মামলায় ১ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এমএসআর