চাঁদপুরে করোনা ওয়ার্ডে শিশুসহ ৪ জনের মৃত্যু

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে ওই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও আড়াই বছরের এক শিশু রয়েছে।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মৃত চারজনই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। এরা সকলে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে দুইজনের নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্য দুজনের নমুনা টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে এই চারজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ।
শরীফুল ইসলাম/আরএআর