করোনার উপসর্গ নিয়ে কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস উদ্দিন গাজী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার (২৫ জুলাই) রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইউনুস গাজী হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের এফপিআই হিসেবে চাকরি শেষে অবসর গ্রহণ করেন। পরে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।
সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুমের ছোট ছেলে গাজী বনি ইসলাম রুপক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বর, ঠান্ডা ও বুকে ব্যথার কারণে বুধবার (২২ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনো রির্পোট পাওয়া যায়নি। দুপুর ১২টায় কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোহেল হোসেন/এসপি