খুলনার চার হাসপাতালে প্রাণ গেল ১১ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজনের এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- নগরীর মিয়াপাড়ার এমডি শরীফ (৭০), হরিনটানা থানা এলাকার মরিয়ম (২১) ও পষুপতি দে (৬৪)।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্য়টা ভর্তি হয়েছেন আটজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর নুরনগরের রওশান আরা বেগম (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্য়টা ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০) ও বাগেরহাটের মোড়লগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। তার মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দুজন রয়েছেন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর খালিশপুরের হালদার পাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোরের অভয়নগরের তন্বী সরকার (১৮)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। আইসিইউতে রয়েছেন আটজন এবং এইচডিইউতে চারজন।
মোহাম্মদ মিলন/এসপি