বিএনপির মেয়র প্রার্থীর সভায় হামলার অভিযোগ

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের মিল্কভিটার সামনে এই ঘটনা ঘটে।
বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয় নতুন বাসট্যান্ড এলাকার মিল্কভিটার সামনে। এতে কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানসহ জেলা বিএনপির নেতারা সভাস্থলে যান।
পরে সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নৌকা প্রতীকের শ্লোগান দিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল সভাস্থলে হামলা করে। এ সময় তারা সভাস্থলে থাকা বিএনপির নেতাদের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এ ছাড়া লাঠি দিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে সভা বন্ধ হয়ে যায়।
তিনি অভিযোগ করেন, ওই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের মেয়র পদে অংশ নিয়েছেন।
এমএসআর