করোনাকাল চিনিয়েছে আমরা কতটুকু স্বার্থপর: শামীম ওসমান

সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘করোনাকাল চিনিয়েছে আমরা কতটুকু স্বার্থপর। করোনাকালে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন। তবে এই দায়িত্বের বাহিরেও কিছু লোক স্বেচ্ছায় দায়িত্ব পালন করেছেন। যারা এই দায়িত্ব পালন করেছেন, আমি তাদের নামটা বলতে চাই।’
নারায়ণগঞ্জে এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ত্রিশ মিনিটের মধ্যে পাওয়া যাবে করোনাভাইরাসের ফলাফল। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এই করোনাকালে আমাদের শিক্ষা হয়েছে কি না, জানি না। কিন্তু এই নারায়ণগঞ্জের অনেক ঘটনা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে, সেসময় কোথাও বাবার লাশ পড়ে আছে, কিন্তু সন্তান সেই লাশ ধরছে না। আবার দেওভোগ বাবুরাইলে গিটারিস্টের লাশ রাতভর রাস্তায় পড়েছিল। কিন্তু কেউ না ধরায় পরদিন সেই লাশ দাফন করা হয়েছিল।’
‘শুধু তাই নয়, আমি একটি এলাকার নাম বলব না। যে এলাকায় একজন বাবার লাশ পড়েছিল, যখন লাশ উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবীরা সেই ঘরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন ওই পরিবারের সদস্যরা তাদের দেখে পাশের রুমে ঢুকে গিয়েছিলেন। তাদের দেখে মৃতের পরিবারের কেউ নিচে নেমে আসেনি। উপরন্তু লাশ উদ্ধারকারীদের উপর থেকে বলেছিলেন, ‘ওই যে লাশ পড়ে আছে, নিয়ে যান, নিয়ে যান।’
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রসঙ্গে হাসপাতালের কনসালটেন্ট ফয়সাল মোহাম্মদ সাগর বলেন, পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার
ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগে। কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা
যাবে। র্যাপিড টেস্টের জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হাসপাতালের সুপার ডা. আবুল বাশারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সম্পাদক ডা.বিধান চন্দ্র পোদ্দার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়।
এমএসআর