বেগমগঞ্জে আ.লীগ নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার নাম বাহার উদ্দিন (৫৫)। তিনি শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং ওই এলাকার মৃত সরু মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত (১০ ডিসেম্বর) বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন স্থানীয় ফয়সাল গ্রুপের সঙ্গে আ.লীগ নেতা বাহার উদ্দিনের কথা কাটাকাটি হয়। পরে ফয়সালের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল শনিবার সন্ধ্যায় বাহার উদ্দিনকে গুলি করেন। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসপি