পটুয়াখালীতে আইসিইউ চালু করতে মনিটর-মাস্ক দিলেন আ.লীগ নেতা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু করার জন্য পেসেন্ট মনিটর ও এনআরবি মাস্ক দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।
শনিবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে তিনি পাঁচটি পেসেন্ট মনিটর ও ৫০ বক্স এনআরবি মাস্ক হস্তান্তর করেন।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হেকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা বলেন, আইসিইউ চালু করার জন্য পেসেন্ট মনিটর ও এআরবি মাস্ক হস্তান্তর করা হয়েছে। ইতোপূর্বেও হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনার এই দুঃসময়ে মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায় তার জন্য আমি এই সহায়তা করেছি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই করোনার এই দুঃসময়ে স্বাস্থ্য সহায়তাসহ খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে আসুন।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। ইতোমধ্যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। তবে সিলিন্ডার পাইনি। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে এটি চালু হবে।
তিনি আরও বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি আইসিইউ শয্যা রয়েছে। কিন্তু পেসেন্ট মনিটর ও অন্যান্য সরঞ্জামাদির জন্য সেটি চালু করতে একটু বিলম্ব হচ্ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগ করেছিলাম। এরই মধ্যে আজ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাঁচটি পেসেন্ট মনিটর ও ৫০ বক্স এনআরবি মাস্ক হস্তান্তর করেছেন। এর ফলে আগামী সপ্তাহে আইসিইউ কার্যক্রম শুরু করতে পারব।
মুহিবুল্লাহ/আরএআর