বাঁশবাগান থেকে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানার চাকুলিয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ফুলবাড়ী বিওপির বিশেষ টহল দল সুবেদার শহিদুর রহমান ও নায়েব আঙ্গুর ভুঁইয়ার নেতৃত্বে দর্শনা থানার চাকুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে চাকুলিয়া গ্রামের একটি বাঁশবাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই সুবেদার শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।
এসপি