বেপরোয়া গতিতে ইউএনওর গাড়ি ওভারটেক, ট্রাকচালকের কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় বেপরোয়া গতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িকে ওভারটেক ও ট্রাফিক সিগন্যাল অমান্য করায় ইসমাঈল ইসলাম (২৪) নামে এক ট্রাকচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। এছাড়াও ট্রাকচালককে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাঈল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম বলেন, বিকেলে আমি জেলা থেকে দাপ্তরিক কাজ শেষে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছিলাম। পথে উপজেলার ইসবপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-৯১৫৩) আমার গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা লাগার উপক্রম হয়। তবে গাড়িচালকের বিচক্ষণতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যাই।
ততক্ষণে দ্রুত গতিতে ট্রাকটি শ্যামগঞ্জ বাজারে চলে যায়। তাৎক্ষণিক বিষয়টি শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জানাই। পুলিশ দ্রুতগতির ওই ট্রাকটিকে সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালককে কারাদণ্ড দেয়া হয়।
আরএআর