বগুড়ার ৩ হাসপাতালে ১৩ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ ও উপসর্গে ৯ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৩৭ জন।
সুস্থ হয়েছেন আরও ২২৩ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার তিন হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ৪ জন হলেন সারিয়াকান্দির রহিমা (৬০), সদরের তৌহিদা খানম (৭০), সদরের বিউটি বেগম (৪৫) এবং সোনাতলার জহুরুল ইসলাম (৭৯)।
এছাড়াও অন্য জেলার তিনজন করোনায় মারা গেছেন। তবে বাইরের জেলার মৃত্যুর সংখ্যা যোগ না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বগুড়ার নতুন ৪ জনসহ ৫৭২ জনে দাঁড়িয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ নমুনায় নতুন করে আরও ১৩৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ।
ডা. তুহিন আরও জানান, এক দিনে জেলায় করোনা থেকে ২২৩ জন সুস্থতা লাভ করেছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। এছাড়া জেলায় ১ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর