চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তিন দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) থেকে রোববার (১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে দুজন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে মারা যান। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল রোববার রাতে এসব তথ্য জানান।
তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার শাহানারা বেগম (৫৫) রোববার ভোর ৪টা ৪০ মিনিটে এবং হাজীগঞ্জ উপজেলার নৌহাটা এলাকার আবুল বাশার (৭০) বিকেল ৩টায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা দুজন করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া শাহরাস্তির রায়শ্রী এলাকার বিনয় ভূষণ (৭০) রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মারা যান। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
শুক্র ও শনিবার উপসর্গ নিয়ে মারা গেছেন, শাহরাস্তির ফতেপুর এলাকার মো. আবুল হোসেন (৭৫), ফরিদগঞ্জের মনতলা এলাকার রেজিয়া বেগম (৫৫), হাজীগঞ্জের বড়কুল এলাকার শেফালী (৫২), মতলব উত্তরের ইন্দুরিয়া এলাকার তফুরা খাতুন (৬৫), চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার তাজুল ইসলাম (৬০), ফরিদগঞ্জের কাচিয়ারা এলাকার আমির হোসেন (৬০), চাঁদপুর শহরের বিটি রোড এলাকার রেজিয়া বেগম (৫৫), কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হালিমা খাতুন (৩৫) এবং ফরিদগঞ্জের বাথিলুবা এলাকার শামসুন্নাহার (৬৫)।
শরীফুল ইসলাম/এসপি