দিনাজপুরে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

দিনাজপুরে এক দিনে করোনাভাইরাসে ১ ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে। এ সময় ৯৪ জন শনাক্ত হয়েছেন।
শনাক্তের হার ২৩ দশমিক ৩ শতাংশ। এদিকে জেলায় শনাক্তের পর গত বছরের মে মাসে প্রথম করোনায় ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ২০২০ সালের জুন মাসে মারা যান ১১ জন।
জুলাইয়ে তা বেড়ে ২৩ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ২৮ জন। আগস্টের পর থেকে মৃত্যুর সংখ্যা কমতে থাকে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত মারা গেছেন ৯৪ জন।
এ বছরের জানুয়ারি মাসে ৪ জন মারা গেলেও ফেব্রুয়ারিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মার্চে মারা যান ৩ জন। এপ্রিলে গিয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে থাকে। এপ্রিলে মারা যান ৮ জন। মে মাসে ১৮ জন। জুন মাসে গিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে।
জুলাই মাসে করোনায় মারা গেছেন ৭০ জন। একই সময়ে জুলাই মাসে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩ জন। জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সদর উপজেলায়। সদরে মারা গেছেন ১১৮ জন। ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (০২ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৬৭ জন। বর্তমানে আক্রান্ত ১১০৬ জন। ৩১ জুলাই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭১৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় ৭ হাজার ২৮ জন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ঘোড়াঘাটে ১০৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. শাহ মো. এজাজ উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৩৭১ নমুনা পরীক্ষা করে ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। চলমান লকডাউনেও দিনাজপুরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে না।
এমএসআর