আমাদের গর্বে যারা আঘাত করবে, তাদের ছাড় দেওয়া হবে না

রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমেদ তৌফিক বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয় কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। কিশোরগঞ্জে যে কয়জন গর্বের মানুষ আছেন। তার মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম একজন।
রাষ্ট্রপতিপুত্র এমপি রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, আমাদের গর্বে যারা আঘাত করবে, আমার তাদের কোনো অবস্থাতেই ছাড় দেব না। সে যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াত আনতে হবে।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সোমবার (২ আগস্ট) বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ।
মানববন্ধনে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা ছাত্রলীগের সভাপাতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ।
উল্লেখ্য, ২৯ জুলাই রাতে শহরের আখড়াবাজার ব্রিজের পাশে নরসুন্দা নদীসংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।
পরে ম্যুরাল ভাঙচুরের ঘটনায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তাকে আদালতের নির্দেশে ৩১ জুলাই বিকেলে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এসকে রাসেল/এমএসআর