নিকলী হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জলহু মিয়া (৫০) ও শফিকুল (৩৫) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ সময় কামরুল (৩৫) ও মোতালেব (৪৫) নামে আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৩ আগস্ট) রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া এবং একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল। আহত দুজন হলেন- একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল এবং একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোতালিব।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৩ আগস্ট) রাতে ১০ জনের একটি দল নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বড় হাওরে মাছ ধরতে যায়। রাত একটার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে জলহু, শফিকুল, কামরুল ও মোতালেব গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত কামরুল ও মোতালেব চিকিৎসাধীন রয়েছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এসপি