চাঁদপুরে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল চত্বরে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এর আগে সোমবার (২ আগস্ট) রাতে প্রথমবারের মতো লিকুইড অক্সিজেন আসার পর মঙ্গলবার (৩ আগস্ট) পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।
অবশেষে বুধবার (৪ আগস্ট) ওই প্ল্যান্ট থেকে পুরোদমে অক্সিজেন সরবরাহ শুরু হয়। এতে করে চাঁদপুর সরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় আর অক্সিজেন ঘাটতি হবে না বলে জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মূল প্ল্যান্টটি তৈরি হবে ৬ হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে। তবে প্ল্যান্টটি উদ্বোধনের আগেই পরীক্ষামূলক কার্যক্রমের সময় হাসপাতালের অনেক রোগী সেখান থেকে অক্সিজেন পাওয়া শুরু করেছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাঁদপুরে অক্সিজেন সংকট থাকলেও প্ল্যান্টটি চালু হওয়ায় সবার মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
ইউনিসেফের অর্থায়নে ও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ প্রায় ৩ মাস পূর্বে শুরু করা হয়। এর কাজ দুসপ্তাহ আগে শেষ হলেও লিকুইড অক্সিজেনের অভাবে চালু করা যায়নি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, অক্সিজেন মিটারসহ ভেতরে আরও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। মিটার আসলে বা লাইন ক্লিয়ারসহ সব কিছু ঠিকঠাক থাকলে সব রোগীরা লিকুইড অক্সিজেন পাবে। তবে উদ্বোধনের দিন থেকেই অক্সিজেন পাচ্ছে অনেক রোগী।
শরীফুল ইসলাম/এমএসআর