স্বামীর সহায়তায় পোশাকশ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর সহায়তায় এক পোশাকশ্রমিককে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।
গ্রেফতাররা হলেন- নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলে কলোনীর এনায়েতের ছেলে আক্তার (২৭), একই ইউনিয়নের বান্দাখালী গ্রামের মাকসুদুল হকের ছেলে হক সাব (৩৪), মদিনা গ্রামের তাজুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও জেলে কলোনীর মৃত সাইদুল হকের ছেলে রাশেদ মাঝি (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। মঙ্গলবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ১৬ মাস বয়সী মেয়েসহ তার স্বামী সোহেলের কাছে যাওয়ার জন্য তিনি হাতিয়ার নিঝুমদ্বীপ ঘাটে পৌঁছান। এ সময় তার স্বামী সোহেলসহ সঙ্গীয় সাতজন এবং অজ্ঞাত তিনজন তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মোক্তারিয়া ঘাট থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে নদীর পাড়ে নিয়ে যান। সেখানে তার স্বামী সোহেলের সহায়তায় অন্যান্য আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এই মামলায় বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হাসিব আল আমিন/আরএআর