প্রাইভেটকার খালে পড়ে চালকসহ নিহত ২

চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ আগস্ট) দিবাগত রাতে গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ বাইপাস সড়কের সাচার চেলাকান্দা ব্রিজের ১শ গজ উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর গ্রামের আব্দুল হকের ছেলে গাড়িচালক মাহজারুল ইসলাম (৩৪) ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে যাত্রী মো. শাকিল হোসেন (০৪)।
নিহত শাকিলের মা সীমা বেগম বলেন, আমার স্বামী জামাল হোসেন অসুস্থ। এরই মধ্যে আমার শ্বশুর গুরুতর অসুস্থ হওয়ায় রাতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার রাধাপুর যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ভাড়া করি। প্রাইভেটকারটি কচুয়ার সাচার আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে পুলিশ এসে গাড়ি থেকে আমাকে ও আমার এক সন্তানকে জীবিত উদ্ধার করে। কিন্তু অপর সন্তানকে জীবিত উদ্ধার করতে পারেনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, রাতে ঢাকা থেকে রওনা হয়ে লক্ষীপুরগামী একটি প্রাইভেটকার সাচার চেলাকান্দা ব্রিজের ১০০ গজ উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে তিনজনকে জীবিত এবং গাড়িচালক মাহজারুল ইসলাম ও যাত্রী মো. শাকিল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শরীফুল ইসলাম/আরএআর