৬ দিনে দেড় লাখ মানুষকে টিকা দেবে রাসিক

আগামী ছয় দিনে রাজশাহী নগরীর ১ লাখ ৫০ হাজার মানুষকে করোনাভ্যাকসিন দেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর ৩০ ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে চলবে এই গণটিকাদান।
বিশেষ ক্যাম্পেইনের আওতায় আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে শুরু হয়ে এই টিকাদান চলবে ১২ আগস্ট পর্যন্ত। ২৫ বছর বা তার বেশি বয়সীরা টিকা নিতে পারবেন। ১৮ বছর বয়সীদের এই ক্যাম্পেইনে টিকাদানের ঘোষণা দেওয়া হলেও সেটি বাতিল হয়েছে।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। নগরীর ৩০ ওয়ার্ডে দিনে ২৫ হাজার জনকে মডার্নার প্রথম ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। টিকাদান বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন। জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই দেওয়া হবে টিকা। তবে রেজিস্ট্রেশন ছাড়াই যারা টিকা নিবেন, তাদের টিকা নেওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে।
ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম আরও জানান, টিকাদানে বয়সসীমার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের কথা ছিল। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থান: টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর